1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে চাঞ্চল্যকর রাজু হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

ফরিদপুরে চাঞ্চল্যকর রাজু হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১১২ Time View

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি দাস পাড়ার চাঞ্চল্যকর রাজু কুমার সাহা হত্যা মালায় আসামী মো. জসিম মোল্যাকে (৪০) ফাঁসির আদেশ ও ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

রবিবার (০৫ মার্চ) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার অশোক কুমার দত্ত এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

আসামী মো. জসিম মোল্যা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মৃত মজিদ মোল্যা ছেলে।

মামলার বিবরনীতে জানান যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি দাস পাড়া নামক এলাকায় মৃত সুজিত কুমার সাহার নির্মাণাধীন বাড়ীতে ২০২১ সালের ২ জানুয়ারি রাতে বাড়ীর নির্মাণ শ্রমিক মো. জসিম মোল্যা তার সঙ্গে থাকার কথা বলে রাজু কুমার সাহাকে নিয়ে যায়। ওই রাতে জমিস রাজুকে লোহার রড দিয়ে আঘাত করে (মাথায় ও ঘাড়ে) হত্যা করে। এসময় রাজুর সঙ্গে থাকা দুটি স্বর্ণের আংটি, স্বর্ণের ব্রেসলেট, একটি মোবাইল নিয়ে নেয়। পরে তার লাশ শ্রমিকদের ব্যবহারিত টয়লেটের ভেতরে ফেলে দিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় নিহত রাজুর মা অরুনা সাহা ৪ জানুয়ারি মধুখালী থানায় জসিমসহ অপর তিন শ্রমিকের নামে হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় তদন্ত শেষে ২০২১ সালের ২৫ মার্চ জমিসকে আসামী করে চার্জশীট আদালতে দাখিল করে মধুখালী থানা পুলিশ ।

মামলার দীর্ঘ সাক্ষ্য ও শুনানী শেষে রবিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার অশোক কুমার দত্ত রায় প্রদান করেন ।

ফরিদপুরের জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. নওয়াব উদ্দিন মৃধা জানান, পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারায় আসামী জসিমের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews