1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা উদ্বোধন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ গণহত্যা দিবস’ ঘোষণার দাবি আদায়ে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে ফলপ্রসূ ভূমিকা রাখার আহ্বান বৈষম্য ও সাম্প্রদায়িকতামুক্ত সমতা ভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীসহ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী গত ৫২ দিনে মুরগি ও বাচ্চার দাম বাড়িয়ে ৯৩৬ কোটি টাকা লোপাট রোজার প্রথম দিনেই ইফতার কিনতে চকবাজারে ক্রেতাদের ভিড় জমে উঠেছে খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা জন্মদিনে ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধন করলেন সাকিব আল হাসান রমজান উপলক্ষে দাম বেড়েছে মুরগি-লেবু-শসা-বেগুনের রমজানের প্রথম দিনে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে

ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১০ Time View

প্রতিনিধি,ফরিদপুর: ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।সময় এসেছে বিজ্ঞানমনস্ক স্মার্ট প্রজন্ম গড়ার ।’

তিনি বলেন,’স্মার্ট বলতে বোঝায়, সেবা গ্রহীতা যদি বলে আপনার সেবায় আমি সন্তুষ্ট ,তাহলেই আপনি স্মার্ট। শিক্ষকদের উদ্দেশ্য হবে তার পাঠদান যেন ছাত্ররা বুঝতে পারে। তাহলে তিনি হবেন স্মার্ট শিক্ষক।’

এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের আজও প্রাসঙ্গিক দেশে। বঙ্গবন্ধুর মত নেতৃত্ব বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এই মুহূর্তে দরকার ছিল ।

শুক্রবার (১৭ মার্চ) বিকালে ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা এবং বঙ্গবন্ধুর বায়োস্কোপ এর শুভ উদ্বোধন করেন।

তিনি আরো বলেন, ডিজিটাল ডিভাইসের কারণে বই পড়ার চর্চা কমে গেছে। বই হল মৌচাকের মত। এখান থেকে জ্ঞান আহরণ করতে হবে। এ সময় তিনি নব প্রজন্মকে বই পড়ার চর্চা করতে বলেন।

ভাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। অনুষ্ঠানে জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত অভিনেতা ফরিদপুরের কৃতি সন্তান ফজলুর রহমান বাবু ও ফরিদপুর জেলার সাবেক কালচারাল অফিসার মোঃ আলাউদ্দিন কে প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ স্মরণে স্মৃতি স্মারক উপহার দেওয়া হয়। অনুষ্ঠানের অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভাঙ্গা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা প্রমূখ। অনুষ্ঠান শেষে পুতুল নাচ, ভাঙ্গা পাইলট হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও রক্তে রঞ্জিত স্বাধীনতা নাটক মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে ভাঙ্গা সরকারি পাইলট হাই স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য ,বইমেলায় ১২টি স্টল অংশগ্রহণ করে। এ বইমেলা ১৭ই মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যায় বইমেলার পাশাপাশি চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews