প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৩, ৪:৫৫ পি.এম
আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে: আবহাওয়া অধিদফতর
সকাল থেকেই ঢাকার আকাশ ছিল পরিষ্কার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে বাড়তে থাকে মেঘের আনাগোনা। বিকালের দিকে অন্ধকার হয়ে আসে অনেক এলাকা। প্রথমে হালকা এবং পরে বিকাল সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় ভারী বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, সিলেট বিভাগসহ প্রায় বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে। ২৭/২৮ তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে বলে তিনি জানান। তিনি বলেন, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর ও কুমিল্লা এই লাইন ধরেই বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।