পবিত্র মাহে রমজানে ফরিদপুর জেলায় সর্বস্তরে স্বাস্থ্য সম্মত পরিবেশে খাদ্য পণ্য প্রক্রিয়াকরণ, উৎপাদন, সংরক্ষণ, নির্ধারিত মূল্যে বিক্রয় এবং সর্বপরি খাদ্যের নিরাপদতা সুনিশ্চিত করণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের নেতৃত্বে ফরিদপুর শহর এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ করে ফরিপুর হিমাগারে এবং সরকারী হেলিপোর্ট বাজারে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই মোবাইল কোর্ট পরিচালনার সময় ফরিদপুর হিমাগারে বিক্রয়ের জন্য সংরক্ষিত পাঁচ কেজি কার্টনের তেইশ কার্টন(৫×২৩=১১৫ কেজি) মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্ধ করে বিনষ্ট করা হয় এবং রাষ্ট্রের প্রচলিত আইন মোতাবেক একজনকে অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়।
পরবর্তীতে বায়তুল আমান বাজারে সুজন ষ্টোরের গোডাউনে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে ব্যাপক আকারে খাদ্যপণ্য গুদামজাত করায় এবং মূল্যতালিকা যথাযথ প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ মোতাবেক তাৎক্ষণিক অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়।
Leave a Reply