রহমানউল্লাহ গুরবাজ বাদে টপ অর্ডারের সবাই ব্যর্থ হলেন। মাঠে উপস্থিত ফ্র্যাঞ্চাইজি মালিক শাহরুখ খানের সামনেই দলের হলো বেহাল দশা। ঠিক সেই সময় জ্বলে উঠলেন শার্দুল ঠাকুর ও রিঙ্কু সিং। এই দুইয়ের ম্যাজিকে দুইশ ছাড়ানো স্কোর গড়ে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিপক্ষে দাপুটে জয় তুলে নিল কলকাতা নাইটরাইডার্স।
বৃহস্পতিবার নিজেদের মাঠে কলকাতা ম্যাচটি জিতেছে ৮১ রানে। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ১২৩ রানে থেমেছে বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসিদের নিয়ে গড়া বেঙ্গালুরুর ইনিংস।
পাঞ্জাব কিংসের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ রানে হেরে আসর শুরু হয়েছিল কলকাতার। যে দলে আছেন বাংলাদেশের লিটন দাস। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত থাকায় এখনো যোগ দিতে পারেননি তিনি। সাকিব আল হাসানও ছিলেন দলটিতে। তবে নিজেকে সরিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার।
কোহলিদের বেঙ্গালুরু প্রথম ম্যাচটা বেশ দাপটের সঙ্গে জিতেছিল। আসরের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সকে তারা হারিয়েছিল ৮ উইকেটে।
এদিনের টস জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠান বেঙ্গালুরুর অধিনায়ক ডু প্লেসি। শুরু থেকেই কলকাতা ধুঁকতে থাকে। ৩৭ রানের মধ্যে হারায় ৩ উইকেট। গুরজাব যখন ৪৪ বলে ৫৭ রানের ইনিংস খেলে আউট হলেন, তখন কলকাতার স্কোর ১১.২ বলে ৮৯/৪।
কলকাতার জার্সি গায়ে শততম ম্যাচ খেলতে আনা আন্দ্রে রাসেল তো প্রথম বলেই আউট হন। নেমেছিলেন ছয় নম্বরে। তবে এরপর ইডেন দেখল শার্দুল ঠাকুরের ঝড়। কলকাতার ইনিংসের রং পাল্টে দেন তিনি। সঙ্গে ছিলেন রিঙ্কু। দুজন যোগ করেন ১০৩ রান।
শার্দুল একাই করেন ২৯ বলে ৬৮ রান। ৯ ছক্কার সঙ্গে হাঁকান ৩ চার। আর রিঙ্কু ৩৩ বলে ৩ ছয় ও ২ ছক্কায় খেলেন ৪৬ রানের ইনিংস। সুবাদে ৭ উইকেট হারিয়ে কলকাতা তুলে ২০৪ রান। বেঙ্গালুরুর হয়ে ডেভিড উইলি ও করণ শর্মা ২টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে কোহলি ও ডু প্লেসি শুরুটা ভালো করলেও বরুণ চক্রবর্তী, ‘ইমপ্যাক্ট’ সুয়াশ শর্মা ও সুনিল নারিনের স্পিনে লড়াইটাও করতে পারেনি বেঙ্গালুরু।
দলটির পক্ষে সর্বোচ্চ ২৩ রান ডু প্লেসির। ২১ রান এসেছে কোহলির ব্যাট থেকে। শেষ দিকে ডেভিড উইলি করেন অপরাজিত ২০ রান, ১৭ রান করেন আকাশ দীপ। তবে সেটা হার এড়ানোর মতো কিছু ছিল না।
কলকাতার পক্ষে বরুণ সর্বাধিক ৪ উইকেট পেয়েছেন। সুয়াশ ৩টি ও নারিন নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন শার্দুল ঠাকুর।ব্যাটিংয়ে আলো কাড়ার পর বোলিংয়েও তিনি ১ উইকেট পেয়েছিলেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।