1. admin@thedailypadma.com : admin :
আল্লু অর্জুনের জন্মদিনে ‘পুষ্পা: দ্য রুল’-এর ট্রেলার - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

আল্লু অর্জুনের জন্মদিনে ‘পুষ্পা: দ্য রুল’-এর ট্রেলার

  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১২৭ Time View

দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের ‘পুষ্পা’ ছবিটির তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড় এবং হিন্দি ভার্সন এখন ভাইরাল। এবার আসছে তার ‘পুষ্পা: দ্য রুল’ ছবি।

এরই মধ্যে ২০০ কোটি দিয়ে ছবিটির স্বত্ব কিনতে চাইছে নেটফ্লিক্স। ‘পুষ্পা: দ্য রুল’ ছবি নিয়ে বহুদিন ধরেই কৌতূহলী সিনেমাপ্রেমীরা।

দিনকয়েক আগে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় চিন্তায় পড়েছিলেন অনুরাগীরা। এরই মধ্যে খুশির ঝলক নিয়ে হাজির টিম ‘পুষ্পা ২’।

৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন। ঠিক তার আগের দিন ৭ এপ্রিল বিকাল ৪টা ৫ মিনিটে প্রকাশিত হবে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির ট্রেলার।

আল্লু অর্জুন দক্ষিণ ভারতের অন্যতম সেরা অভিনেতা। মাত্র তিন বছর বয়সে শিশুশিল্পী হিসেবে সিনেমায় যাত্রা করেন। ২০০৩ সালে প্রকাশ রাজ নির্মিত ‘গঙ্গোত্রী’ সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ তার। এ দক্ষিণী সুপারস্টারের অভিনীত সব সিনেমাই বক্স অফিসে হিট। তাকে বলা হয় দক্ষিণ ভারতের অন্যতম আইকন। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। গত বছরের শেষ মাসে মুক্তি পাওয়া আল্লুর পুষ্পা সিনেমা বক্স অফিস বাজিমাত করে। পর্দা কাঁপানো এ তারকার বাস্তব জীবন বিলাসবহুল ও শৌখিন হিসেবে পরিচিত।

১০০ কোটি রুপির বাংলো

বাংলো নিয়ে বরাবরই তারকারা শৌখিন  বাংলোর কথা বলতে গেলেই সবার আগে আসে শাহরুখ খানের বাংলো মান্নাতের নাম। একের পর এক তারকা নিজের মনের মতো করে সাজান তার বাংলো। দক্ষিণ ভারতীয় অভিনেতা আল্লু অর্জুনও আছেন এ তালিকায়। হায়দরাবাদে একটি বাংলো রয়েছে এ অভিনেতার। অর্জুনের বাংলোর নাম ব্লেসিং। বাংলোটির মূল্য ১০০ কোটি রুপি বা তারও বেশি। বিভিন্ন উৎসবে পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো ঘরোয়া সুন্দর মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এ অভিনেতা। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে হায়দরাবাদের এ বাংলোতেই থাকেন আল্লু অর্জুন।

শাহরুখ খানের চেয়েও দামি ভ্যানিটি ভ্যান

বলিউড কিং শাহরুখ খানের ৫ কোটি রুপির একটি বিলাসবহুল ভ্যানিটি ভ্যান রয়েছে। তবে আল্লু অর্জুন এক্ষেত্রে কিং খানের থেকে এগিয়ে। দক্ষিণী এ তারকাও একটি বিলাসবহুল ফ্যালকন ভ্যানিটি ভ্যানের মালিক, যার মূল্য ৭ কোটি রুপি। প্রায়ই তিনি ইনস্টাগ্রামে নিজের ভ্যানিটি ভ্যানের ছবি প্রকাশ করেন।

জাগুয়ার এক্সজেএল

তারকাদের গাড়ির প্রতি প্রেম নতুন কিছু নয়। গাড়ির প্রতি দুর্বলতা আর বিভিন্ন ধরনের গাড়ি সংগ্রহ করার ঝোঁক আছে আল্লু অর্জুনেরও। তার সংগ্রহে নামিদামি গাড়ির তালিকায় রয়েছে জাগুয়ার এক্সজেএল। তার জাগুয়ার এক্সজেএলটির রঙ সাদা। বলিউদের বিভিন্ন তারকার জাগুয়ার এক্সজেএল রয়েছে। এর মধ্য অন্যতম রণবীর সিং।

ব্যক্তিগত বিমান

অনেক বলিউড ও হলিউড তারকাই ব্যক্তিগত বিমান ব্যবহার করেন। এ দৌড়ে পিছিয়ে নেই আল্লু অর্জুন।কাজ থেকে ছুটি পেলেই নিজের ব্যক্তিগত বিমানে পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে যান তিনি। সামাজিক মাধ্যমে এসব পারিবারিক ছবি প্রকাশ করেন এ তারকা। আল্লু স্নেহা রেড্ডির সঙ্গে বিয়ের পরই তার ব্যক্তিগত এ বিমান কেনা। দক্ষিণ ভারতের আরেক জনপ্রিয় মুখ, আল্লু অর্জুনের চাচাতো ভাই রাম চরণেরও একটি ব্যক্তিগত বিমান রয়েছে।

রেঞ্জ রোভার ভোগ

গাড়ি সংগ্রহের নেশা যাদের রয়েছে তাদের প্রায় সবার কাছেই রেঞ্জ রোভার স্বপ্নের গাড়ি। জনপ্রিয় এ তারকার কালো রঙের একটি রেঞ্জ রোভার ভোগ রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি রুপি। রেঞ্জ রোভারের অন্যতম দামি আর বিলাসবহুল সিরিজ রেঞ্জ রোভার ভোগ। অনেকেই রেঞ্জ রোভার ভোগের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএমডব্লিউর সেভেন সিরিএজকে তুলনা করেন।

 

দক্ষিণী এই তারকার রয়েছে দেশের অন্যতম দামি গাড়ি। যার দাম এক কোটি ২০ লাখ রুপি। এর রং সাদা। এছাড়াও একটি কালো গাড়ি রয়েছে তার। যার দাম ১ কোটি ৭৪ লাখ থেকে ৩ কোটি ৮৮ লাখ রুপির মধ্যে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews