আয়ারল্যান্ডকে দ্রুত থামানোর লক্ষ্যে মাঠে নামা টাইগাররা আজ চতুর্থ দিনের শুরুতেই সাফল্যের দেখা পেয়েছে। ফলে মিরপুর টেস্টে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৮ রান।
তৃতীয় দিনশেষে ৭১ রানে অপরাজিত থাকা ম্যাকব্রেইনকে আজ শুরুতেই সাজঘরে ফেরান পেসার এবাদত হোসেন। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন ম্যাকব্রাইন। বল তার ব্যাটের বাইরে দিয়ে আঘাত হানে অফ স্টাম্পে। ক্যারিয়ারের প্রথম ফিফটি করা ম্যাকব্রেইন করেছেন ৭২ রান। ১৫৬ বলের ইনিংস সাজিয়েছেন ৮ চার ও ১ ছক্কায়।
ম্যাকব্রেইনের পর সাজঘরের পথ ধরেন গ্রাহাম হিউম। তার উইকেটটিও নিয়েছেন এবাদত।
এর আগে বৃহস্পতিবার দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে ঢাকা টেস্টে জয়ের স্বপ্ন দেখছেন সফরকারী আইরিশরা। তৃতীয় দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের লিড ১৩১ রান।
তৃতীয় দিনের খেলা শেষে অভিষেকে সেঞ্চুরি করা লর্কান টাকার বলেন, উইকেট এখনো বেশ ভালো আচরণ করছে। আশা করি, চতুর্থ দিনে উইকেট কিছুটা হলেও ভাঙবে। আমরা জানি, আমাদের ভালো বোলিং করতে হবে এবং ম্যাচ জিততে হলে শুক্রবার ১০ উইকেট নিতে হবে। আশা করি, কালকে আরও কিছু রান আমরা যোগ করতে পারব এবং বাংলাদেশকে সত্যিকারের একটি লক্ষ্য দিতে পারব।
১৬২ বলে ১৪টি চার আর এক ছক্কার সাহায্যে ১০৮ রান করা টাকার আরও বলেন, আমাদের মনে হচ্ছে, এখন বাংলাদেশ খুব চাপে আছে। আজকে আমরা ভালো ব্যাট করেছি, কালকে ভালো বোলিং করতে হবে। আমরা আরও ৪০-৫০ রান করতে চাই। আশা করি তা আমরা করতে পারব।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।