মেসিকে হারিয়ে প্রভাবশালীদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন শাহরুখ খান। জরিপে ১.২ মিলিয়ন ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে চার শতাংশ ভোট পেয়েছেন শাহরুখ খান। অপর দিকে ১.৮ শতাংশ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি।
‘পাঠান’ সিনেমার সাফল্যের পর ২০২৩ সালের ‘টাইম হান্ড্রেড পোল’-এ পাঠকের ভোটে বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচিত হন এই বলিউড অভিনেতা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম পরিচালিত পাঠক জরিপের ফলাফলে মেসি-জাকারবার্গের মতো ব্যক্তিত্বদের পেছনে ফেলে শীর্ষে উঠে আসেন ‘কিং খান’। খবর হিন্দুস্তান টাইমসের।
শাহরুখ খান ছাড়াও বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় আরো আছেন অভিনেত্রী মিশেল ইয়ো, অ্যাথলেট সেরেনা উইলিয়ামস, মেটার সিইও মার্ক জাকারবার্গ ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা।
এছাড়া, ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মাসা আমিনির মৃত্যুর পর ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী নারীরা। তৃতীয় স্থানেও নেই কোনো একক ব্যক্তি। সেই স্থান অধিকার করে নিয়েছেন বিশ্বের সব স্বাস্থ্যকর্মী। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি পঞ্চম স্থানে আছেন।
Leave a Reply