প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৬:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৩, ৫:৫২ পি.এম
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির গোলাগুলি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়া নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল চারটার দিকে এ তথ্য জানান ৮ এপিবিএনের সহকারী পরিচালক (এএসপি) ফারুক আহমেদ।
নিহত লালাইয়া ক্যাম্প ১৯ এ/৮ ব্লকের বাসিন্দা। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা রয়েছে।
এপিবিন জানিয়েছে, মঙ্গলবার ১৯ নং ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। অবস্থান টের পেয়ে এপিবিএনকে লক্ষ্য করে গুলি চালায় আরসার সদস্যরা। আত্মরক্ষার্থে এপিবিএনও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে কমান্ডার লালাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।
এএসপি ফারুক আহমেদ জানান, এ ঘটনায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন আরসা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।