প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৩, ২:৩৭ এ.এম
বিধ্বংসী ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লখনউ সুপার জায়ান্টসের ১ উইকেটের জয়
রিঙ্কু ঝড়ের রেশ কাটতে না কাটতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা গেল আরো একটি ম্যাচ জেতানো ইনিংস। সোমবার রাতে বিধ্বংসী ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লখনউ সুপার জায়ান্টসের ১ উইকেটের জয়ে বড় অবদান রেখেছেন নিকোলাস পুরান। যদিও শেষ দিকের ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচটি শেষ বল পর্যন্ত গড়িয়েছে।
চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর দেওয়া ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ বল ও ১ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে লখনউ। পুরান যখন ক্রিজে আসেন তখন ৬২ বলে ১১৪ রানের দরকার ছিল লখনউয়ের। এরপর বেঙ্গালুরুর বোলারদের বেদড়ক পিটিয়ে ১৫ বলে ফিফটি তুলে নেন পুরান। ১৯ বলে ৬২ রানের ইনিংস খেলে এই ক্যারিবীয় ব্যাটার যখন থামেন, তখন লখনউয়ের দরকার ১৮ বলে ২৪ রান, হাতে ৪ উইকেট।
আয়ুস বাদানির (৩০) আউট ও টেলএন্ডারদের ব্যর্থতায় ম্যাচটি শেষ বল পর্যন্ত গড়ায়। শেষ বলে ১ রান দরকার ছিল। এমন সময় নন-স্ট্রাইকে থাকা রবি বিশ্বনইকে মানকাডিং করতে গিয়ে ব্যর্থ হন হার্শাল প্যাটেল। এরপর শেষ বলে ব্যাটে-বলে না হলেও এক রান নিয়ে ম্যাচ জেতে লখনউ। পুরানের আগে অবশ্য ঝড় তুলেছেন লখনউয়ের আরেকজন। ৩০ বলে ৬৫ রানের ইনিংস খেলেন মার্কাস স্টয়নিস।
এর আগে, ফাফ দু প্লেসির অপরাজিত ৪৬ বলে ৭৯, বিরাট কোহলির ৪৪ বলে ৬১ ও গ্লেন ম্যাক্সওয়েলের ২৯ বলে ৫৯ রানের কল্যাণে ২ উইকেটে ২১২ রানের স্কোর গড়ে বেঙ্গালুরু।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।