
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মওসুমে এটিই সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তর এই দাবদাহকে ‘অতি তীব্র তাপপ্রবাহ’ বলে জানিয়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের তাপমাত্রা রেকর্ডার নাজমুল হক রঞ্জন বলেন, এটি চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা।
আজ সরেজমিন ঈশ্বরদীতে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, প্রচণ্ড রোদ ও তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। রাস্তা-ঘাটে যানবাহন ও মানুষের চলাফেরা সীমিত হয়েছে।
প্রতিদিনই তাপপ্রবাহের পারদ বাড়ছে। প্রচণ্ড গরম ও তাপদাহে প্রাণ-প্রকৃতি ওষ্ঠাগত। গরমে শিশু ও বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।
Leave a Reply