ফরিদপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসেসিয়েশন ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার(১৯ এপ্রিল) বিকেল চারটায় ফরিদপুর শহরের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী তুলে দেন ফরিদপুরের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ।
ফটো জার্নালিস্ট এ্যাসেসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মাহবুব হোসেন পিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তরুন ব্যবসায়ী ও সমাজসেবক জিল্লুর রহমান রাহাত। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান রাসেল, নির্বাহী সদস্য আব্দুল মঈন, নির্বাহী সদস্য মানিক কুমার দাস, নির্বাহী সদস্য মো:জাকিব আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে একজন বিকলাঙ্গ শিশুর জন্য পাদুকার ও ব্যবস্থা করেন তারা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।