ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর।
সোমবার ইফতারের পর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে মসজিদে ইবাদতের জন্য ভিড় করতে শুরু করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। সবে কদরে ইবাদত বন্দেগি করতে পেরে উচ্ছাসিত মুসল্লিরা। এছাড়াও হাইকোর্ট জামে মসজিদ, পল্টন জামে মসজিদ, চক বাজার মগবাজার জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
মসজিদের ইমামগণ শবে কদরের রাত উপলক্ষে বিশেষ বয়ান দেন। তারা শবে কদরের রাতের ফজিলত বর্ণনা করেন। নামাজ শেখে বিশেষ মোনাজাতে দেশের শান্তি ও কল্যাণ কামনা করেন তারা।
আবার মসজিদে নামাজ আদায়ের পর অনেকেই স্বজনদের কবর জিয়ারতের উদ্দেশে হাজির হন আজিমপুর কবরস্থানে। সেখানে তারা কবরস্থানে গিয়ে স্বজনদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেছেন।
এ রাতে মুসল্লিরা নফল নামাজ আদায়, জিকির-আসকার, দান-খয়রাত, পবিত্র কুরআন তেলাওয়াত, দরুদ শরিফ পাঠ করে নিজেদের পাপমোচন ও প্রয়াত বাবা-মা এবং আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনা করেন।
Leave a Reply