1. admin@thedailypadma.com : admin :
ঈদের দিন শেষ বিকালে রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ছাড়াল, ধ্বংসস্তূপে চাপা অনেকে আসন্ন ডাকসু নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই: বাংলাদেশ সেনাবাহিনী সারাবিশ্বের কোটি মানুষের সাথে বাংলাদেশিরাও উপভোগ করলো মহাজাগতিক এক নিদর্শন এক নজরে বিশ্ব সংবাদ: ৭ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ৮ সেপ্টেম্বর প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৩ জন মারা গেছেন

ঈদের দিন শেষ বিকালে রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে

  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১১৬ Time View

ঈদের দিন শেষ বিকালে রাজধানীতে কিছুক্ষণ স্বস্তির বৃষ্টি ঝরল। বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে আজ শনিবার দেশে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাঙ্গামাটি ছাড়াও শনিবার চট্টগ্রামে আট মিলিমিটার, কুমিল্লায় ১৩ মিলিমিটার, কক্সবাজারে তিন মিলিমিটার এবং বরিশাল, মাইজদীকোর্ট ও ফেনীতে এক মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে।

শুক্রবার আবহাওয়া অফিস জানিয়েছিল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগের ৬৪ জেলাতেই আজ শনিবার ও আগামীকাল রোববার বৃষ্টিপাত হতে পারে।

শনিবার বিকাল ৪টায় আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, বিকাল ৫টা হতে রাত ১০টার মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুরে বৃষ্টি হবে।

এদিকে বৃষ্টি হলেও গরম কমছে না, জানতে চাইলে তিনি বলেন, এই বৃষ্টিতে গরম কমবে না। পরিবেশ সামান্য শীতল হবে, আবার গরম হয়ে উঠবে।

এ মৌসুমে বৃষ্টির সঙ্গে প্রচুর বজ্রপাত হয়ে থাকে জানিয়ে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান বলেন, এপ্রিল-মে মাসে বেশি বজ্রপাত হয়। মাঠে যারা কাজ করতে যাবেন, তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আকাশে মেঘ চমকালে নিরাপদ স্থানে চলে যেতে হবে।

বজ্রপাতের সময় কী করণীয় সম্পর্কে তিনি বলেন, বজ্রপাত একটি মাধ্যমে আসে। বেশিরভাগই বৃষ্টির সময় বজ্রপাত হয়। আকাশে কালো মেঘ জমতে থাকলে বা বৃষ্টি হতে থাকলে নিরাপদ আশ্রয় বা ঘরের মধ্যে চলে যেতে হবে।

আগামীকাল রোববারের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তাছাড়া অস্থায়ী দমকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

এছাড়া ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজশাহী, পাবনা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পটুয়াখালী ও ভোলা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু জায়গা হতে কমতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews