প্রতি বছরই ঈদে মান্নাতের বাইরে ভিড় জমান বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তরা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ভক্তদেও কখনোই নিরাস করেন নি বলিউড বাদশাহ। এবারও ভক্তদের দেখা দিলেন কিং খান।
শনিবার (২২ এপ্রিল) ভক্তদের সেই ভিড় সামাল দিতে কষ্ট পোহাতে হয়েছে পুলিশকে। সন্ধ্যা নামার আগে ভক্তদের সামনে আসেন শাহরুখ। চিরাচরিত নিয়মেই মান্নাতের বাইরে এসে সালাম জানালেন তিনি। এসময় তার পরনে ছিলো সাদা টি-শার্ট ও কালো প্যান্ট।
চলতি বছরটা তার দারুণ কাটছে। চার বছর পর পর্দায় ফিরে পাঠান সিনেমায় বাজিমাত করেছেন তিনি। তার এই সিনেমা ভারত ও বিদেশ মিলিয়ে এক হাজার কোটি রুপির বেশি আয় করেছে।
বর্তমানে জওয়ান সিনেমায় কাজ করছেন শাহরুখ। এরপরেই আসছে রাজকুমার হিরানির ডানকি। দুটি সিনেমাই চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।