চার বছর পর ঈদে মুক্তি পেল বলিউড ভাইজান সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’। তাই প্রত্যাশা ছিল বিশাল। কিন্তু তা হয়তো পুরোপুরিপূরণ করতে পারল না সিনেমাটি।
শুক্রবার (২১ এপ্রিল) মুক্তির দিনে ভারতীয় বক্স অফিস থেকে ১৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। যা আপাতদৃষ্টিতে খুব খারাপ না হলেও, সালমানের সিনেমা হিসেবে (তাও আবার ঈদ রিলিজ) খানিক হতাশাজনক তো বটেই। খবর হিন্দুস্তান টাইমসের।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এক টুইটে জানান, সিনেমা প্রথম দিনে ১৫ কোটি ৮১ লাখ কোটি রুপি আয় করেছে।
তিনি লেখেন, ‘কিসি কা ভাই কিসি কা জান’ প্রথম দিনে অপ্রতিরোধ্য। আরও বেশি যখন কেউ এটিকে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত সালমান খানের ঈদ রিলিজের সঙ্গে তুলনা করে। মেট্রো সিটিতে দুর্বল, মাসপকেটে ভালো, কিন্তু দুর্দান্ত নয়। আজ (ঈদে) সিনেমাটিকে ব্যবসা বাড়াতে লাফ দিতেই হবে। শুক্রবার ১৫ কোটি ৮১ লাখ রুপি।’
সালমানের ঈদ রিলিজের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ভারত’ (মুক্তির দিনে ৪১ কোটি) সিনেমাটি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।