প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৩, ৩:১৮ পি.এম
এক ম্যাচ খেলেই ১৯ দিনে শেষ হলো লিটন দাসের আইপিএল
এক ম্যাচ খেলেই এবারের আইপিএল অভিযান শেষ লিটন দাসের। ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর।
দেশের হয়ে ম্যাচ থাকায় আইপিএলের শুরুর দিকে যেতে পারেননি লিটন। ৯ এপ্রিল কলকাতায় পৌঁছান তিনি। গত ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএলে অভিষেক হয় লিটন দাসের। কিন্তু অভিষেকটা তার জন্য মোটেও ভালো হয়নি। চোখ ধাঁধানো কাভার ড্রাইভে রানের খাতা খুললেও বাজে শটে আউট হন ওই ৪ রানেই। এরপর উইকেটরক্ষক হিসেবেও দুটি বড় ভুল করেন। ওই এক ম্যাচ খেলেই কলকাতার একাদশ থেকে বাদ পড়েন লিটন। এরপর স্কোয়াডেও জায়গা হারান তিনি। এতে ১৯ দিনেই শেষ হলো লিটন দাসের আইপিএল।
কেকেআরের মিডিয়া ম্যানেজার বলেন, ‘পরিবারে মেডিক্যাল ইমার্জেন্সি থাকায় দেশে ফিরে যেতে হয়েছে লিটনকে। আজ সকালেই ঢাকা গিয়েছেন লিটন। কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানো জরুরি।’
কবে ফিরবেন, এই প্রশ্নের জবাব অবশ্য দিতে পারেননি কলকাতার মিডিয়া ম্যানেজার।
আগামীকাল গুজরাট টাইটানসের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে নামবে কলকাতা। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সাতে আছে তারা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।