প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৩, ১০:০৩ এ.এম
চলতি সপ্তাহে কেজিতে ২০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম, ডিম ১৫০ ডজন
চলতি সপ্তাহে কেজিতে ২০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। এক কেজি কাঁচা মরিচ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ২২০ টাকা। নিম্নআয়ের মানুষ মরিচ কিনতে পড়েছেন বিপাকে। ২০ টাকার কমে মরিচ বিক্রি করতে নারাজ বিক্রেতারা।
শুক্রবার (১৯ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন দাম দেখা গেছে।
বাজারে দুই সপ্তাহ ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এক কেজি পেঁয়াজের দাম এখন ৭০ থেকে ৮০ টাকা। অথচ দুই সপ্তাহ আগেও এক কেজি পেঁয়াজ ছিল ৩৫ টাকা।
এদিকে বাজারে আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। যা মাসের শুরুতেও ছিল ২৫ টাকা। সবজির বাজারে ৬০ টাকায় পৌঁছেছে পেঁপে। ৭০ টাকার কমে আর কোনো সবজি নেই।
বাজারভেদে লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। ঢেঁড়শ ৮০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, শশা ১২০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, ধুন্দল ৭০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, চালকুমড়া ৪০ থেকে ৫০ টাকা।
এছাড়া পটল ৮০ টাকা, ১০০ থেকে ১২০ টাকা গুনতে হচ্ছে প্রতি কেজি কচুরমুখীর জন্য। সবজির বাজারে নতুন মুখ কাঁচা আম। কেজি ৫০ থেকে ৬০ টাকা।
বাজারে ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি দরে। ব্রয়লারের ডিমের ডজন ১৫০ টাকা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।