চলতি বছর ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। ইতোমধ্যে সেখানে সরাসরি খেলা নিশ্চিত করেছে আটটি দল। যেখানে রয়েছে পাকিস্তানও। কিন্তু দু’দেশের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এখনো নিশ্চিত নয় পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কিনা।
তবে ঘটনার সূত্রপাত ভারত যখন পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না বলে ঘোষণা দেয় তারপর থেকে। এরপরই পাকিস্তান জানায় ভারত এশিয়া কাপ না খেললেও পাকিস্তানও ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশটিতে যাবে না।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠির ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাবের পর ভারত এশিয়া কাপ খেলতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। তার আগে অবশ্য শর্তও জুড়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিনিময়ে ২০২৩ বিশ্বকাপে খেলতে পাকিস্তান দলকে ভারতে পাঠাতে পিসিবির থেকে নিশ্চয়তা চেয়েছে।
এবার পিসিবি চেয়ারম্যান জানালেন, পাকিস্তান ক্রিকেট টিম ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি। তবে এর জন্য দেশটির সরকারের অনুমতি লাগবে। খবর ক্রিকেট পাকিস্তান।
শেঠি জোর দিয়েছিলেন যে, পাকিস্তান সরকার যদি পিসিবিকে আশ্বস্ত করে যে দলের পক্ষে ভারত ভ্রমণ এবং বিশ্বকাপে খেলা নিরাপদ, তবে পাকিস্তান অবশ্যই অংশগ্রহণ করবে। তিনি আরও জানা, পিসিবির অবস্থান ভারতের নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে পাকিস্তান সরকারের কাছ থেকে ছাড়পত্রের উপর নির্ভরশীল।
পিসিবি চেয়ারম্যান বলেন, ‘যদি পাকিস্তান সরকার বলে যে আমাদের দল ভারতে বিশ্বকাপ খেলতে যেতে পারে, তাহলে আমরা অবশ্যই যাব।’
সিদ্ধান্তটি শেষ পর্যন্ত সংশ্লিষ্ট সরকারের উপর নির্ভর করে এবং যতক্ষণ না নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক বলে বিবেচিত হয়, ততক্ষণ পর্যন্ত পিসিবি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে সমস্ত বিষয়গুলি যত্ন সহকারে মূল্যায়ন করবে এবং বিবেচনা করবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।