মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি ;ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৮ মে রোববার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব পবিত্র কুমার সিকদার।
এ বারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৭০৯ টাকা। আর ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৩৮ হাজার ৩৯২ টাকা এবং উদ্বৃত্ত ৬৫ হাজার ৩১৭ টাকা। ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।