প্রয়াস ফরিদপুরের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন। দীন মোহাম্মদ দিলু সভাপতি বজলুর রশিদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত।
প্রাত ভ্রমণ ও পরিমিত ব্যায়াম সংগঠন প্রয়াস ফরিদপুরের ত্রিবার্ষিক নির্বাচন (২০২২-২৫) শুক্রবার শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন প্রয়াসের নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয় ।
এতে মোট ১৮৩ জন ভোটারের মধ্যে ১৭৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করেন।
সকাল সাতটা থেকে অনুষ্ঠিত এই ভোট গ্রহণ শেষ হয় বেলা একটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ছয়টার দিকে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন হাফিজুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মোস্তফা হোসেন কামাল, আলমগীর ফকির, ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব মিয়া, মোঃ মোহিত শেখ, বিনয় কুমার ব্যানার্জি ও মতিউর রহমান।
নির্বাচনের পর নির্বাচিত ১৩ জন সদস্য সর্বসম্মতিক্রমে দীন মোহাম্মদ দিনুকে সভাপতি এবং বজলুর রশিদ খানকে মনোনীত করেন।
নির্বাচনী বিজয়ীরা হচ্ছেন
দীন মোহাম্মদ দিলু ,
বজলুর রশিদ খান ,
হান্নান মিয়া ,
এস এম রকিবুল হাসান শামীম, গোলাম আযম, বেলায়েত হোসেন,
এইচ এম ইব্রাহিম, আব্দুর রাজ্জাক, মিন্টু সাহা, আব্দুর রশিদ ,
লস্কর সাইদুর রহমান ,
ফরহাদ প্রামানিক,
শহিদুল ইসলাম খান,
বিশ্বজিৎ কুমার দাস, আকবর হোসেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।