1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে রেলমন্ত্রী ২০২৪ সালের জুনমাসে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত চলবে রেল - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

ফরিদপুরে রেলমন্ত্রী ২০২৪ সালের জুনমাসে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত চলবে রেল

  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১০৩ Time View

ফরিদপুর প্রতিনিধি : ‘আগামী ২০২৪ সালের জুনমাসে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেল চলার আশাবাদ ব্যাক্ত করেছেন রেলমন্ত্রী । রেল মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল এলাকায় ভাঙ্গা-যশোর অংশের (২য় পর্যায়)রেল লাইন স্থাপন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী আগষ্ট মাসে ১ম সপ্তাহে মাওয়া থেকে-ঢাকা রেলের ট্রায়েল রান করতে পারবো। আগামী সেপ্টেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত (২য় অংশের) কাজের অগ্রগতি সন্তেÍষজনক।  প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন মাসের মধ্যে সব কাজ সম্পন্ন করা হবে। এতে অনেক রাস্তা কমে আসবে। সময় বাঁচবে। যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, একটি বৈরি সময়ে আমরা এ প্রকল্পের কাজ করছি। এক দিকে কোভিড, পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে একটি বৈরি পরিবেশ সৃষ্টি হয়েছে। অবিভক্ত ভারতে রেল যেভাবে আমরা পেয়েছি, পরবর্তীতে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে রেল ক্ষতিগ্রস্থ হয়েছে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু রেলকে বিস্তৃত করেছেন। বঙ্গবন্ধুর হত্যার পর রেল শুধু পিছনের দিকে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের গুরুত্ব বুঝতে পেরে আলাদা রেলপথ মন্ত্রণালয় করেছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের কাজে নিয়োজিত সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহজাহান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিমউদ্দিন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews