1. admin@thedailypadma.com : admin :
চলতি মাসের ৭ জুন পর্যন্ত পদ্মা সেতুতে ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকার টোল আদায় হয়েছে - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বুধবার ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ স্বচ্ছ্তার সঙ্গে নির্বাচন আয়োজন করেছে: ঢাবি উপাচার্য আমরা কারচুপির অভিযোগ পেয়েছি: আবিদুল থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার এক বছরের কারাদণ্ড গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত আরও ৫২ জরুরি সংবাদ সম্মেলন ডাকলো ডাকসু নির্বাচনের পর্যবেক্ষক টিম ক্ষোভে ফুঁসে উঠেছে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের মানুষ, ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢুকার অভিযোগের বিষয়ে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী যা বললেন

চলতি মাসের ৭ জুন পর্যন্ত পদ্মা সেতুতে ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকার টোল আদায় হয়েছে

  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১১৫ Time View
যান চলাচল চালু পর চলতি মাসের ৭ জুন পর্যন্ত পদ্মা সেতুতে ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকার টোল আদায় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন। ওই মাসের ২৬ জুন থেকে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করার পর চলতি মাসের ৭ তারিখ পর্যন্ত ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকা টোল আদায় করা হয়েছে।’
এর মধ্যে গত বছরের জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ টাকার টোল আদায় হয়েছে। আর গত এপ্রিল মাসে ৭১ কোটি ১৩ লাখ টাকার টোল আদায় হয়েছে বলে জানান সেতুমন্ত্রী।
জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘দেশের প্রথম বিআরটি ব্যবস্থা দ্রুত চালুর জন্য সরকার কাজ করে যাচ্ছে। গত ৩১ মে পর্যন্ত পূর্ত কাজের অগ্রগতি ৮৯ দশমিক ৭৭ শতাংশ।’ আগামী অক্টোবর মাসের মধ্যে বিআরটি সিস্টেমের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।
কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের পৃথক দুটি প্রশ্নের জবাবে রেলপত্র মন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, ২০০৯ সাল বর্তমান সরকার ক্ষমতা নেওয়া পরে ৭৩৯ দশমিক ৭১ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। ২৮০ দশমিক ২৮ কিলোমিটার মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর করা হয়েছে এবং এক হাজার ৩০৭ দশমিক ৭৮ কিলোমিটার রেললাইন পুনর্বাসন করা হয়েছে।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের ৪৩টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আছে। বাংলাদেশ রেলওয়ের ২০২২-২৩ অর্থবছরের এডিপি অন্তর্ভুক্ত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সাতটি জেলা (কক্সবাজার, নড়াইল, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, মাগুরা ও বাগেরহাট) রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আসবে।’
তিনি বলেন, ‘রেলওয়ের যে সব প্রকল্পের সমীক্ষা শেষ করা হয়েছে, তার আওতায় রেলপথ নির্মিত হলে আটটি জেলা (সাতক্ষীরা, বরিশাল, রাঙ্গামাটি, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও মেহেরপুর) রেলওয়ে নেটওয়ার্কে সংযুক্ত হবে। মানিকগঞ্জ জেলায় রেলপথ নির্মাণের জন্য সমীক্ষা প্রণয়ন প্রক্রিয়াধীন আছে।’
রেলমন্ত্রী বলেন, ‘রেলওয়ের ৩০ বছর মেয়াদী হালনাগাদকৃত মাস্টারপ্ল্যান (২০১৬-২০৪৫) বাস্তবায়িত হলে লক্ষ্মীপুর, শেরপুর, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে।’
বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘২০২২-২৩ অর্থবছরে রেলের প্রকৃত পরিচালন ব্যয় ২ হাজার ৮২২ কোটি টাকা।’ এ অর্থবছরে রেলের আয় ২ হাজার ৪০০ কোটি টাকা হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।’
তবে মন্ত্রী এও জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে রেলওয়ের মোট পরিচালন ব্যয় ৩ হাজার ৮৬৫ কোটি টাকা। অতিরিক্ত ১ হাজার ৪৩ কোটি টাকা পেনসন, রেলওয়ে পরিচালিত স্কুল এবং হাসপাতালের ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত।
সরকার দলীয় এমপি হাবিব হাসানের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, ‘অবৈধ দখলে থাকা রেলভূমি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ২২১ দশমিক ৬৪৬২ একর রেলভূমি উদ্ধার করা হয়েছে।’ অবৈধ দখলে থাকা রেলভূমি উদ্ধার চলমান প্রক্রিয়া বলেও জানান রেলপথ মন্ত্রী।
ঢাকা-৭ আসনের সংসদ হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, বিশ্বের ১৩৫টি দেশে প্রতিবছর ৭ লাখ ৫০ মেট্রিক টন পাট ও পাটজাত পণ্য রফতানি হয়ে থাকে। রফতানিকারক দেশের মধ্যে উল্লেখযোগ্য— ভারতে প্রতি বছর প্রায় ৮০ হাজার, ইরানে ৬০ হাজার, চীনে ৮০ হাজার, মিশরে ৪০ হাজার, ইন্দোনেশিয়ায় ৩০ হাজার, উজবেকিস্তানে ৫ হাজার মেট্রিক টন পাট ও পাটজাত পণ্য রফতানি হয়ে থাকে।
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা জানান, সারা দেশে মহিলা অধিদফতরের আওতায় ২০ হাজার ৪৫৪টি নিবন্ধিত মহিলা সমিতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews