মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে দুইদিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরতলীর সাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ক্যাম্পের পরিচালক শেখ ফয়সাল,আলীয়াবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ওমর ফারুক ডাবøুসহ অন্যান্যরা। দুইদিন ব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকগন স্বাস্থ্যসেবা প্রদান করবেন।
ফয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিস এর সার্বিক তত্বাবধানে এ মেডিকেল ক্যাম্প থেকে ফরিদপুর জেলার অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।