ফরিদপুরের প্রাণ কুমার নদ রক্ষায় শুরু হয়েছে মহাকর্মযজ্ঞ। আজ শনিবার (১৭ জুন) সকাল ৭টার দিকে শহরের বিসর্জন ঘাটে এ কাজের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
কুমার নদ রক্ষায় ফরিদপুরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কচুরিপানা অপসারণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। শহরের আলিমুজ্জামান বড় ব্রিজ থেকে চরকমলাপুর ব্রিজ পর্যন্ত দশটি স্পটে নদীর উভয় পাড়ে এ কার্যক্রম চলছে। কুমার নদের কচুরিপানা অপসারণের মূল কাজটি করছেন ফরিদপুরের জেলে সম্প্রদায়।
প্রায় এক হাজার জেলে ২০০ নৌকা নিয়ে এতে অংশ নিচ্ছেন। জেলেরা নৌকা নিয়ে মাঝ নদী থেকে কচুরিপানা সরাচ্ছেন। আর স্বেচ্ছাসেবকরা সেগুলো সুবিধাজনক স্থানে তুলে রাখছেন। কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শেষ হওয়ার পর কুমার নদের দূষণ ও দখলবিরোধী কার্যক্রম শুরু হবে।
Leave a Reply