এদিকে, শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে, শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
১. ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিংয়ে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে।
২.যে সকল শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স পরীক্ষা ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছেন নন-প্রমোটেড তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের ফাইনাল পরীক্ষার সুযোগ দিতে হবে।
৩. সকল বিষয়ে পাস করার পরও শিক্ষার্থীরা সিজিপিএ শর্তের জন্য নন প্রোমোটেড হচ্ছেন। সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।
৫. সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক অভিভাবক কে/কারা? কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে? তা ঠিক করে দিতে হবে।
৭. শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থী মো. শহরিয়ার বলেন, আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা অবরোধ কর্মসূচি পালন করে যাবো। আমরা এর আগেও অনেকবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তারা শুধু আশ্বাসই দিয়েছেন। তাই বাধ্য হয়ে আজ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন।
ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, শিক্ষার্থীরা তাদের কিছু দাবি নিয়ে এখানে অবরোধ করেছেন। আমরা তাদের দাবি-দাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। শিক্ষার্থীদের বলেছি জনভোগান্তি এড়াতে রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা বলেছে কিছুক্ষণের মধ্যে তারা রাস্তা ছেড়ে দেবেন।
Leave a Reply