মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগ থানা রোড়ের দলীয় কার্যালয়ে শুক্রবার সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয় । সেখান থেকে সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক ও সাধারন সম্পাদক শাহ মো:ইশতিয়াক আরিফের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহনে র্যালীটি শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলীপুর এলাকার শেখ রাসেল স্কয়ারে এসে শেষ হয়।
এরপর শেখ রাসেল স্কয়ারে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭৪ পাউন্ডের কেক কেটে আনন্দ উল্লাস করা হয়।পরে জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকীর,সাইফুজ্জামন চৌধুরী জুয়েল, যুগ্ন সম্পাদক বেগম ঝর্না হাসান, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার , প্রচার সম্পাদক নেওয়াজ জামান সজিব,উপ-প্রচার সম্পাদক আলী আজগর মানিক, জেল যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু,জেলা ছাত্রলীগের সভাপতি তানজিমুল রশীদ রিয়ান,সাধারন সম্পাদক ফাইম আহম্মেদ, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, সাধারন সম্পাদক ইমান আলী মোল্লা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদা বেগম, মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি কাজী আব্দুস সোবহান,যুব মহিলা লীগ এর আহবায়ক রুখশানা আহমেদ মেহেবী সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply