ঈদুল আযহায় রাজধানী থেকে বাড়ির পথে লাখো মানুষ। মঙ্গলবার সকাল থেকেই গাবতলী, মহাখালী, গুলিস্তান, শ্যামলী ও কল্যানপুর বাস টার্মিনালে ছিল বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। এর মধ্যেই দিনভর থেমে থেমে বৃষ্টি ঘরমুখী মানুষের ভোগান্তি ও বিড়ম্বনা ছড়িয়েছে।
বুধবার ভোর থেকেই রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সারা দিন কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো ছিল ভারী বৃষ্টি। এই বৃষ্টি ভোগান্তি তৈরি করলেও ঘরমুখী মানুষকে আটকাতে পারেনি। ছাতা মাথায় দিয়ে পায়ে হেঁটে, পলিথিনের পর্দা ঝুলিয়ে, বাসে চেপে কিংবা সিএনজি করে যাত্রীরা বাস টার্মিনালের দিকে যেতে দেখা যায়।
গুলিস্থান বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষায় থাকা কুমিল্লার বাসিন্দা রিয়াজুল করিম প্লাবন বলেন, সকাল থেকেই বৃষ্টি। ধানমন্ডি থেকে অনেক কষ্ট করে গুলিস্থান পৌঁছেছি। এখন বাসের অপেক্ষা করছি। সকালে যাওয়ার ইচ্ছে ছিলো কিন্তু সারা দিন বৃষ্টি কারণে সন্ধ্যায় এসেছি। একটু ভোগান্তি হচ্ছে কিন্তু বাড়িতে ফেরার আনন্দের কাছে এই ভোগান্তি কিছু না।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া বলেন, অনেক কষ্ট করে বৃষ্টি উপেক্ষা করে কল্যাণপুর এসেছি। পলিথিন মাথায় দিয়ে কোনোমতে বৃষ্টির পানি আটানোর চেষ্টা করেছি। তারপরও প্রায় পুরোটাই ভিজে গেছি। তবু বাড়িতে সবার সঙ্গে দেখা হবে, একসঙ্গে ঈদ করতে পারব, এই আনন্দ সব কষ্ট দূর করে দিচ্ছে।
সাতক্ষীরা লাইন পরিবহনের চালক জহিরুল ইসলাম বলেন, পদ্মা সেতু খুলে দেয়ার পর থেকে যাত্রীদের ঈদযাত্রায় কোনো কষ্ট নেই। তবে বৃষ্টিতে একটু ঝামেলা সবারই হয়। এ কারণে রাস্তায় কিছু সময় বেশি লাগছে। এ ছাড়া তেমন কোনো সমস্যা নেই।
Leave a Reply