সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার ঈদুল আজহার দিন ঢাকাসহ সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির এ প্রবণতা আগামী আরও দুই থেকে তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। তবে, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা কম ছিল। এ সময় সবচেয়ে বেশি ১৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়। ঢাকা ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর-পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
Leave a Reply