পারিবারিক সূত্রে জানা যায়, হৃদরোগসহ একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন আফতাব আহমদ। গত তিন মাস থেকে গুরুতর অসুস্থ ছিলেন তিনি।
কবির স্বজন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা ফেসবুকে লিখেছেন, ‘লেখক, কবি, সাবেক অতিরিক্ত সচিব, আমার স্ত্রীর কাজিন আফতাব আহমেদ আর নাই। কিছুক্ষণ আগে বনানীর ইয়র্ক হাসপাতালে মারা গেছেন। প্রজ্ঞাবান মানুষ ছিলেন আফতাব ভাই।’
জানা গেছে, রাতে তার মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হবে। তাকে কোথায় দাফন করা হবে, তা আজ (মঙ্গলবার) জানা যাবে।
আফতাব আহমেদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় ১০ বছর আগে। তার একমাত্র সন্তান লন্ডনে লেখাপড়া করছেন।
প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের অক্টোবরে তিনি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। তিনি অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।