আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শেষেই বদল এলো বাংলাদেশ দলে। আজ বৃহস্পতিবার হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যে কারণে দলে একটি জায়গায় ফাঁকা হয়ে গেছে। সেই শূন্যস্থান পূরণ করা হলো রনি তালুকদারকে দিয়ে।
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রনি তালুকদার দলের সঙ্গে চট্টগ্রামেই আছেন। সেই রনি তালুকদারকে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য জাতীয় দলে ডাকা হয়েছে। এই তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
৩২ বছর বয়সী রনি তালুকদার এখন পর্যন্ত মাত্র ১টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন। গত ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে তার অভিষেক হয়। সিরিজের তৃতীয় তথা সর্বশেষ ওই ম্যাচে তিনি ১৪ বল খেলে ৪ রান করেন। তারপর তাকে আর ওয়ানডেতে ভাবনায় রাখা হয়নি।
এবার তামিমের আচমকা অবসরে তিনি ফের সুযোগ পেলেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।