1. admin@thedailypadma.com : admin :
আগামীকাল শনিবার ফরিদপুর জেলা ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্যারিস্টার সুমন একাডেমি - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে জাকসু নির্বাচন: সন্ধ্যা নয়, ফলাফল হতে পারে রাত ১০টার পর জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির বাজার এখনো উত্তাপ ছড়াচ্ছে, বেড়েছে মুরগির দাম কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না: নেতানিয়াহু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প আমাদের হাতে নেই: প্রধান উপদেষ্টা জাকসুর ভোট গণনা শুরু, প্রদর্শিত হচ্ছে এলইডি স্ক্রিনে এক নজরে বিশ্ব সংবাদ: ১১ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আগামীকাল শনিবার ফরিদপুর জেলা ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্যারিস্টার সুমন একাডেমি

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১১১ Time View

আগামীকাল শনিবার (১৫ জুলাই) ফরিদপুর জেলা ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্যারিস্টার সুমন একাডেমি। খেলা শেষে মালদ্বীপের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের জয়ে দারুণ গোল করে সবার নজর কাড়ার জন্য ফরিদপুরের সন্তান শেখ মোরসালিনকে সংবর্ধনা দেওয়া হবে।

এই বিষয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, সবাইকে গ্যালারীতে উপস্থিত হয়ে খেলা উপভোগ করার অনুরোধ করছি। জাতীয় ফুটবলার ফরিদপুর এর গর্ব মোরসালিন এবং জাতীয় দলের গোলরক্ষক জিকোকে সম্বর্ধনা দেয়া হবে।তাঁরা আমাদের মেহমান।আমাদের যেন বদনাম না হয়।রোদ বৃষ্টি থেকে বাঁচতে ছাতা নিয়ে আসবেন।স্কুল পোশাক পরা শিক্ষার্থীরা প্রধান গেট দিয়ে সরাসরি মাঠে প্রবেশ করবে।সবার জন্য শুভকামনা। মহান আল্লাহ নিশ্চয়ই আমাদের সহায় হবেন।

এর আগে  ৯ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ খেলার জন্য আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব কথা জানান জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবির এতে সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ফরিদপুরের সন্তান শেখ মোরসালিন। তিনি দেশের জন্য সাফ চ্যাম্পিয়নশীপে সম্মান বয়ে এনেছেন। এজন্য তাকে একটি বড় সড় সংবর্ধনা দেওয়া হবে। ওই দিন ব্যারিস্টার সুমনের খেলা শেষে দর্শক ভর্তি মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হবে। ব্যারিস্টার সুমনের ফুটবল দল বাসে করে আগামী শুক্রবার (১৪ জুলাই) ফরিদপুরে চলে আসবেন। সার্কিট হাউজে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। পরদিন ১৫ জুলাই খেলা শেষ করে সন্ধ্যায় তারা চলে যাবেন।

তিনি আরও বলেন, ব্যারিস্টার সুমনের দল সারাদেশে ফুটবল খেলে আলোচিত হয়েছে। তাদের সঙ্গে ফরিদপুর জেলা ফুটবল দল খেলবে। এই খেলায় কেউই হারবে না, জিতবে ফুটবল। মাদক থেকে তরুণ ও যুব সমাজকে দূরে রাখতে এসব আয়োজন ভূমিকা রাখে।

কামরুল আহসান বলেন, এ খেলায় আগত দর্শকদের উৎসাহীত করতে আমরা জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তবে সেদিন তার খেলা থাকায় তিনি আসতে পারবেন না। তবে সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান উপস্থিত থাকবেন। যেহেতু আমাদের হাতে সময় কম।তাই আমরা দর্শক উপস্থিতির জন্য শহরের মোড়ে মোড়ে খেলার প্রচারণার জন্য ব্যানার ফেস্টুন টানাব, মাইকিং করব পাশাপাশি জেলার নয়টি উপজেলাতেই সবাইকে জানানোসহ দর্শকদের আনা নেওয়ার জন্য একটি করে মিনি বাসের ব্যবস্থা করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা এফডিএ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাসির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews