বিশ্বকাপ জয়ের পর থেকেই লিওনেল মেসির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এখনো থামেনি সেই জল্পনা। প্রায় প্রতিটা দিনই তাকে অবসর নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। ইন্টার মিয়ামির হয়ে আত্মপ্রকাশের আগেও একই বার্তা পাওয়া গেল। মেসি সাফ জানিয়ে দিলেন, ‘অবসর নিয়ে এখনো ভাবনাচিন্তা করিনি।’
‘আমরা এখন দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন। পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নও। এই মুহূর্ত সব সময় আসে না। আমাদের এটা উপভোগ করতে হবে। পরের বছরের কোপা জেতার দিতে মনোযোগ দিতে হবে’
– লিওনেল মেসি
বুধবার (১২ জুলাই) আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলের তরফে অবসর নিয়ে প্রশ্ন করা হয়েছিল মেসিকে। বিশ্বকাপজয়ী ফুটবলার বলেন, ‘আমি নিজেও জানি না কবে অবসর নেব। যখন সময় আসবে তখন আপনারা সবাই জানতে পারবেন। সব ট্রফি জেতার পর এবার আমি ফুটবলটাকে উপভোগ করতে চাই। যখন মনে হবে এ বার অবসর নেয়া দরকার, তখনই অবসর নিয়ে নেবো। আমার বয়স যা তাতে অনেকেই মনে করতে পারেন খুব শীঘ্রই অবসর নেবো। কিন্তু বিশ্বাস করুন, আমি নিজেও দিনটা জানি না।’ খবর ইউরো স্পোর্টের।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।