ওয়ানডে সিরিজের পর আজ শুক্রবার (১৪ জুলাই) টি- টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে আফগানরা। সফরকারীদের ব্যাটিংয়ে প্রথম আঘাত হানেন স্পিনার নাসুম আহমেদ। তিনি আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাইকে ব্যক্তিগত ৮ রানে সাজঘরে ফেরান। এরপর দ্বিতীয় আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। তিনি রহমানউল্লাহ গুরবাজকে ১৬ রানে ফেরান। দলীয় পঞ্চম ওভারে পেসার শরিফুল ইসলামের বলে কটবিহাউন্ড হন ইব্রাহীম জাদরান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ৩৭ রান।
আগে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে সাকিব বলেন, উইকেট ভালো হচ্ছে। ৪০ ওভারই ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের। টি-টোয়েন্টি সব সময়ই মোমেন্টামের ব্যাপার। আফগানিস্তান ভালো দল। ভালো একটি চ্যালেঞ্জ। ছেলেরাও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সিলেটের উইকেট ক্যারি ও বাউন্স আছে, সেটি কাজে লাগাতে হবে আমাদের। আজ তিন স্পিনার ও তিন পেসার নিয়ে খেলবো।
সবশেষ ম্যাচ জিতে আসায় সিলেটে কিছুটা আত্মবিশ্বাসের সাথেই পা রেখেছে বাংলাদেশ দল। যদিও আফগানিস্তানের সাথে এই ফরমেটে রেকর্ড সুখকর না বাংলাদেশের জন্য। দুই দলের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে দেখা হয়েছে মোট নয়বার। এর মধ্যে ছয়বারই জয় পেয়েছে আফগানরা। আর বাংলাদেশের জয় ৩ ম্যাচে।
লিটন দাসের সঙ্গে ওপেন করবেন রনি তালুকদার। এরপর নাজমুল হোসেন শান্ত, সাকিব, তাওহিদ হৃদয়। ছয় নম্বরে থাকছেন শামীম হোসেন পাটোয়ারী, সাতে মেহেদী হাসান মিরাজ। স্পেশালিস্ট স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ফরিদ আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।