প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৩, ৪:৫৩ পি.এম
ইউরোপে কর্মরত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে এনভয় কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ইউরোপে কর্মরত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে এনভয় কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ জুলাই ইতালিতে ওই কনফারেন্স হবে বলে জানিয়েছে একাধিক সূত্র।
এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, মোট ১৫টি দূতাবাসের মধ্যে অন্তত ১৩টি দেশে কর্মরত রাষ্ট্রদূতরা ওই বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। অস্ট্রিয়া ও পর্তুগালে বর্তমানে কোনও রাষ্ট্রদূত নেই বলে সেখান থেকে কেউ অংশ নেবেন না।
দেশে জাতীয় নির্বাচন সামনে, এর আগে প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের বক্তব্য শুনবেন এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে তাদের দিকনির্দেশনা দেবেন বলে তিনি জানান।
বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যে কর্মরত রাষ্ট্রদূতরা বৈঠকে যোগ দেবেন।
উল্লেখ্য, জাতিসংঘের ফুড ও এগ্রিকালচার অর্গানাইজেশন আয়োজিত ফুড সামিটে যোগ দেওয়ার জন্য ২৩ থেকে ২৫ জুলাই ইতালি সফর করবেন প্রধানমন্ত্রী।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।