মাহবুব পিয়াল,ফরিদপুর : "সবার আগে সুশাসন, জনসভায় উদ্ভাবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে এলজিইডি‘র উদ্যোগে রবিবার জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করেছে।
দিবসটি উপলক্ষে দুপুরে ফরিদপুর এলজিইডি'র কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ফরিদপুর এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো: শহিদুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি'র ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো:সাইফুল ইসলাম সহিদ।
পরে এলজিইডি'র কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, ঠিকাদার ও সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি র্যালী বের করা হয়।
সরকারি সেবা কিভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হয়েছে তার বিভিন্ন ডকুমেন্টারি প্রজেক্টর এর মাধ্যমে বড় পর্দায় প্রদর্শণ করা হয়। এছাড়া সোশ্যাল মিডিয়ায় এলজিইডি'র পেইজ থেকে প্রদত্ত সেবার বিবরণ ও দৃষ্টান্তসহ বিভিন্ন তথ্য আপলোড করে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একই সাথে দিনব্যাপী হেল্প ডেক্স এর মাধ্যমে সেবা প্রদান করা হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।