নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ইকবাল বাহার বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফকির এপারেলস নামে একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর আগুন নিভানোর জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় ফায়ার সার্ভিসের গাড়ি। পথিমধ্যে ফতুল্লা চাষাড়া এলাকায় ওই গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসসহ চারটি গাড়ির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়িচালক ও এক পথচারী নিহত হন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ফায়ার সার্ভিস কর্মী নাম জাহাঙ্গীর। তিনি হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি চালক। তবে নিহত পথচারীর নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আহতরা হলেন- খানপুরের ইরানি, জামতলার সারা ও নাজমা, চানমারির আমজাদ, খানপুরের রোকন, মাসদাইর সিরাজুল, মুন্সিগঞ্জের বিক্রমপুর উপজেলার রেশমা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ফতুল্লায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে শান্তা মার্কেটের সামনে চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।