মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আরও তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল (২৩ জুলাই) রাতভর লৌহজং উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০ ও র্যাব সদর দপ্তরের সম্মিলিত আভিযানিক দল।
গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমীর মো. আনিসুর রহমান ওরফে মাহমুদ। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ জব্দ করে র্যাব।
র্যাব-১০ এর শ্রীনগর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান জানান, লৌহজং উপজেলার একটি ভাড়াবাড়িতে দুই সহযোগীসহ অবস্থান করছিলেন মো. আনিসুর রহমান ওরফে মাহমুদ। তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আজ সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করা হবে।
Leave a Reply