মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম বিভাগ ফুটবল লিগে বড় ব্যবধানে জয়লাভ পেয়েছে শেখ জামাল ক্রীড়া চক্র । বুধবার(২৬ জুলাই) বিকেলে প্রতিযোগিতায় প্রথম খেলায় তারা সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে । বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করে নিশান, আশরাফুল, আনন্দ ও নাজমুল।
প্রথমার্ধের খেলায় বিজয়ী দল ২ -০ গোলে এগিয়েছিল ।
এর আগে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফ এর সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো: শাহজাহান ,ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লীগ কমিটির চেয়ারম্যান ও পৌর মেয়র অমিতাভ বোস।
এ সময়. ফরিদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ ইদ্রিস খান, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম ও মোহাম্মদ নাছির, ২০ নং ওয়ার্ড কাউন্সিল মতিউর রহমান শামীম সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ডি এফ এ র কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।