মাহবুব পিয়াল,ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে গোসল করতে নেমে আকিদুল ইসলাম নামে সরকারি রাজেন্দ্র কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার(২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আকিদুল আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মো. মিলন মোল্লার একমাত্র ছেলে। সে ফরিদপুরের রাজেন্দ্র কলেজের সমাজ বিজ্ঞান বিভাগে অনার্সের ২য় বর্ষের ছাত্র ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু বলেন, শনিবার দুপুরে খোলাবাড়িয়া গ্রামে মধুমতি নদীতে গোসল করতে নামে আকিদুল। কিছুক্ষণ পর তার মা সুফিয়া বেগম গিয়ে ছেলেকে ঘাটে দেখতে না পেয়ে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকেন। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে আকিদুলকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আকিদুল মৃগী রোগী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার বাবা একজন দরিদ্র দিনমজুর। অনেক কষ্টেশিষ্টে একমাত্র ছেলেকে তারা পড়াশুনা করিয়ে বড় করে তুলছিলেন। এ ঘটনার পর তার মা সুফিয়া বেগম ও খালা নছিরননেসা বিলাপ করতে করতে বারবার মূর্ছা যান।
Leave a Reply