মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
জন্মদিন পালন উপলক্ষে জেলা প্রশাসন ফরিদপুরের আয়োজনে শনিবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার । পরে পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা পরিষদের প্রধান নির্বাইী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা সংসদ সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন কলেজের অধ্যক্ষ শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, পৌর মেয়র অমিতাভ বোস, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তাসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা করেন এবং দেশের ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে তার অবদানের কথা তুলে ধরেন।
Leave a Reply