ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতু পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুইজন এবং ট্রেনে কাটা পড়া থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট রেলপথের খরমপুরে তিতাস নদীর ২ নম্বর সেতু পার হতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে ঐতিহ্যবাহী খরমপুর কেল্লা শহীদ (র.) মাজারের বার্ষিক ওরস শুরু হয়েছে। তাতে যোগ দিতে রাতে রেললাইন দিয়ে হেঁটে অসংখ্য মানুষ মাজারে যাচ্ছিলেন। এর মধ্যে সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি চলে আসলে তিতাস নদীর ২ নম্বর রেলসেতুতে থাকা দুই জন কাটা পড়েন। এ ছাড়া সেতু থেকে পানিতে ঝাপ দেন কয়েকজন।
পরে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের মধ্যে দুই জনের মরদেহ সেতুর নীচ থেকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ নিয়ে নিহতের সংখ্যা চার জনে দাঁড়িয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি বলে জানান ওসি আসাদুল ইসলাম।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।