ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৬৮ জন রোগী।
নিহত নারীর নাম সেলিনা বেগম (৪৫)। বাড়ী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদি গ্রামে। তিনি ওই গ্রামের আবেদ আলীর স্ত্রী।
শুক্রবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক। তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সেলিনা বেগম নামের নারী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে ১৮২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।