মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে নানা আয়োজন ও যথাযথ মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে গোয়ালচামট বঙ্গবন্ধু কমপ্লেক্স এ গিয়ে শেষ হয়।
পরে গোয়ালচামটস্থ বঙ্গবন্ধু কমপ্লেক্সে ১৫ আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পন করা হয়।প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. শাহজাহান। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভাসহ জেলা আওয়ামীলীগ ও তাদের সকল অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা।
এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে নিহতদের স্মরণে একমিনিট নিরবতা পালন ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ মাহফিল, কবিতা পাঠ, রচনা প্রতিযোগীতা, চিত্রাঙ্কনসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।
এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শান্তিতে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের দেশব্যাপী ৩ কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।চারা বিতরণ অনুষ্টানে গ্রামীণ ব্যাংক ফরিদপুর এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার হাফসা বেগম ,আলিয়াবাদ শাখা ব্যবস্থাপক মো: আহসানুল হকসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply