নটর ডেম কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের মৌখিক পরীক্ষার শুরু হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে এই মৌখিক পরীক্ষা শুরু হয়। এর আগে বুধবার (২৩ আগস্ট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।
নটর ডেম কলেজের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের ক্রমিক নম্বর অনুযায়ী উপস্থিত থাকতে হবে শিক্ষার্থীদের। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে কলেজ গেটে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে ভর্তি আবেদনের প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি, সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে) সঙ্গে আনতে বলা হয়েছে শিক্ষার্থীদের।
নটর ডেম কলেজে আসনসংখ্যা বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম ১ হাজার ৮০০, ইংরেজি ভার্সন ৩০০, মানবিক বিভাগে ৪১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।