খন্দকার ইয়াকুব আলী: সরকারের পদত্যাগের ১দফা দাবিতে আজ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বেলা ১২ ঘটিকায় কালো পতাকা গণমিছিল করে। মিছিলটি বিএনপির পার্টি অফিসের সামনে থেকে একটি বিশাল মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে গোলপুকুর মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে করে। মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইউম জঙ্গী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ শামা ওবায়েদ রিংকু।আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদ্দারেছ আলী ঈছা, ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন,যুগ্ন আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকী মিতুল, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ন আহ্বায়ক এম কে আক্তার টুটুল, বিএনপি নেতা নিতাই রায়, যুবদল নেতা ভিপি ইউসুফ, যুবদল নেতা ভিপি সেলিম, যুবদল নেতা শহিদুর রহমান শহিদ, ছাত্রদল নেতা তানজিমুল হাসান কায়েস সহ বিএনপি , স্বেচ্ছাসেবক দল, যুবদল,ও ছাত্রদলসহ অন্যান্য অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজম খান তার বক্তব্যে বলেন এই সরকার ১৪ ও ১৮ এর মতো করে নির্বাচন করতে চায় এই এজন্য তার বিভিন্ন দেশের মানুষের কাছে গিয়ে ধরনা ধরছে, কিন্তু কোন লাভ হয়নি। কিন্তু সেটা আর এবার জনগন হতে দিবে না। দেশে দ্রব্য মূল্যের উর্ধগতির কারনে আজ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে ,দ্রব্য মূল্যের দাম এতো বেড়েছে যে মানুষ কিনে খেতে পারছে না। দেশ এখন ফেশিবাদের কায়দায় এই সরকার দেশ চালাচ্ছে।তাই আমাদের দাবি একটাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এবং এই নির্বাচন কমিশন পরিবর্তন করে নতুন নির্বাচন কমিশন গঠন করে দেশে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা চালু করা।যাতে করে দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।