মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের আলোচিত সেই বৃক্ষপ্রেমী স্কুল শিক্ষক মো: নুরুল ইসলাম প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের হাত থেকে রেহাই পেতে ১২হাজার তালের বীজ রোপনের পরে এবার শহরের সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তার ধারে ১০০টি সুপারি গাছের চারা রোপন করলেন।
ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বৃক্ষ প্রেমীক মো: নুরুল ইসলাম রোববার(২৭ আগষ্ট) সকালে তার ব্যক্তিগত উদ্যোগে শহরের জজ কোর্ট কম্পাউন্ড এলাকার শেখ জামাল স্টেডিয়াম গেট পর্যন্ত সড়কের দু’পাশে এ বৃক্ষরোপন করেন।
এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুপ্রেরনায় ফরিদপুরের ঐতিহ্য ফেরাতে শহরের বিভিন্ন স্থানে ১২হাজার তালের বীজ,৪ হাজার খেজুর বীজ, ২হাজার সুপারি গাছসহ কয়েক হাজার বটবৃক্ষ,বকুল, রাধাচুরা ,কৃষ্ণচুড়া,কাঁঠাল চাপা,জবা ও বেলি ফুলের গাছ রোপন করেন তিনি।
শিক্ষক নুরুল ইসলাম জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি ফরিদপুরের বিভিন্ন সড়কের পাশে খোলা জায়গায় বৃক্ষ রোপন করে আসছেন।এ কাজ আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।