আগামী ২ সেপ্টেম্বর এশিয়া কাপের ভারত ও পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই ম্যাচ আদৌ শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
কারণ ম্যাচের দিন শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। ম্যাচটি বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাধারণত বৃষ্টির কারণে আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় খেলা হয় না। কিন্তু ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শ্রীলঙ্কাকে কয়েকটি ম্যাচ আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু বৃষ্টি সব ভেস্তে দিতে পারে।
এমনকি কলম্বোতে যে ম্যাচগুলো রয়েছে, সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সেপ্টেম্বরে এশিয়া কাপের বেশ কিছু ম্যাচ ভেস্তে গেলে অবাক হওয়ার কিছু নেই।
উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শেষবার খেলতে নেমেছিল। এই ম্যাচে বিরাট কোহলির ৮৩ রানের দাপুটে পারফরম্যান্সের ভিত্তিতে ভারত এই ম্যাচে জয়লাভ করেছিল।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।