মাত্র ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারত। কিন্তু সেখান থেকেই দলকে টেনে ওঠালেন ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া। দুজনের ব্যাটে ভর করে ভারতের সংগ্রহ এখন ৩৪ ওভারে ১৭৮ রান।
এরই মধ্যে এই দুজনই অর্ধশতক পূর্ণ করেছেন। ঈশান ব্যাট করছেন ৭৩ বলে ৭২ রানে আর হার্দিকের সংগ্রহ ৫০ রান। তিনি বল খরচ করেছেন ৬২টি।
এর আগে ইনিংসের শুরুর দিকেই রোহিত শর্মা ও বিরাট কোহলি দ্রুত ফিরে যান। শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হওয়ার আগে দুজনে করেন যথাক্রমে ১১ ও ৪ রান। এরপর দ্রুত ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও শুভমান গিলও। দ্রুত ৪ উইকেট হারিয়ে তাই বিপাকে পড়ে যায় ভারত।
২ উইকেট হারানোর পর শ্রেয়াস আইয়ার চেষ্টা করছিলেন ভিন্ন কিছু করতে। পাল্টা আক্রমণ চালিয়ে পাকিস্তানের মনোবল ভাঙতে চেয়েছিলেন তিনি। হারিস রউফকে টার্গেটও করেছিলেন তিনি, তবে হারিস রউফের কাছেই আটকা পড়েছেন আইয়ার। ৯ বলে ১৪ রান আসে তার ব্যাটে।
পরে সুবিধা করতে পারেননি শুভমান গিলও। তিনি বেশ সতর্কতার সাথে শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত হার মানলেন রউফের কাছেই। ৩২ বলে মাত্র ১০ রান করে বোল্ড হয়েছেন এই ওপেনার।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১৫ রানেই ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। শাহিন শাহ আফ্রিদি ফেরান রোহিত শর্মাকে। ২২ বলে ১১ করেন রোহিত। পরের ওভারেই বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেন আফ্রিদি। কোহলি করেন ৭ বলে ৪ রান।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।