প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ৫:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৩, ১২:১০ পি.এম
ড. ইউনূসের মামলায় লড়বেন না আইনজীবী খুরশীদ আলম
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. ইউনূসের বিপক্ষে করা মামলায় আইনি লড়াই করবেন না বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।
সোমবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন তিনি। এরই মধ্যে অবশ্য নতুন আইনজীবী নিয়োগ দিয়েছে কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর।
খুরশীদ আলম খান বলেন, এ মামলায় আমি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে মামলায় সংযুক্ত আছি। কিন্তু আমি শুনেছি, এ মামলায় আরেকজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। আমি যখন কোনো মামলা লড়ি, সেটা আমার মতো করেই প্রস্তুতি নিই। কিন্তু আরেকজন হলে আমি আমার মতো করে করতে পারি না।
এ মামলায় আপনি থাকবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি থাকব না।’
এদিকে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীকে ড. মুহাম্মদ ইউনূসের মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শকের পক্ষে সরকার নিয়োগ দেয়।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ হায়দার আলী বলেন, গত সপ্তাহে আমাকে নিয়োগ দেয়া হয়েছে। আশা করছি ভালোভাবেই মামলায় অংশ নিতে পারব।’
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলাটি শ্রম আদালতে বিচারাধীন রয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।